BTS
সত্যঃ দেখা যায় নির্যাতনকারীদের মধ্যে অল্পসংখ্যক মানষিকভাবে অস্বাভাবিক বা নির্বোধ। আপাতঃদৃষ্টিতে নির্যাতনকরীকে চিহ্নিত করা অসম্ভব। নির্যাতনকারী আমাদের যে কেউই হতে পারে, যে সবার সাথে উঠাবসা করছে এবং সুস্থ সামাজিক আচরণ করছে।
সত্যঃ শিশুদেরকে কখনোই যৌন নির্যাতনের শিকার হওয়ার জন্য দোষী করা যাবে না। খুব অল্প বয়সী শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে-এমন কি কোলের বাচ্চা বা নুতন হাঁটতে শেখা শিুশুরাও। শিশুটি দেখতে আকর্ষণীয় বলে যৌন নির্যাতনকারী তার প্রাপ্য শাস্তি থেকে রেহাই পেতে পারে না।