রেল গাড়ি ঝিকঝিক
ক্যাম্প-২০, ব্লক-M39, থাজিন এমপিসিএসি-তে শিশুদের নিয়ে “রেল গাড়ি ঝিকঝিক” গেম অনুষ্ঠিত হয়।
BTS
ক্যাম্প-২০, ব্লক-M39, থাজিন এমপিসিএসি-তে শিশুদের নিয়ে “রেল গাড়ি ঝিকঝিক” গেম অনুষ্ঠিত হয়।
ইকো-হিপ প্রকল্পের আওতায় ক্যাম্প-২০, সেভ দ্য চিলড্রেন ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এডুলেসেন্ট ক্লাব সদস্যদের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসের উদ্দেশ্য ও ২০২৫ সালের থিম তুলে ধরা হয়।
অদ্য ১৩ আগস্ট ২০২৫ তারিখে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পে অ্যাডোলেসেন্ট শিশুদের উদ্যোগে, ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে এবং সেভ দ্য চিল্ড্রেন এর সহযোগিতায় International Youth Day 2025 উপলক্ষে একটি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।