BTS

আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন।

Image
Image

16 August, 2025

আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন।

ইকো-হিপ প্রকল্পের আওতায় ক্যাম্প-২০, সেভ দ্য চিলড্রেন ও  ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় এডুলেসেন্ট ক্লাব সদস্যদের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে দিবসের উদ্দেশ্য ও ২০২৫ সালের থিম তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, যুবসমাজ শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় প্রেক্ষাপটে শিশুশ্রম, সহিংসতা, বাল্যবিবাহ ও শিক্ষা থেকে বিচ্ছিন্নতার মতো ঝুঁকি উল্লেখ করা হয় এবং এসব প্রতিরোধে যুবদের করণীয় তুলে ধরা হয়। গ্রুপ আলোচনা, পোস্টার, স্লোগান প্রতিযোগিতার ও গেইমসের  মাধ্যমে শিশু অধিকার ও যুব শক্তির বার্তা প্রচার করা হয়। শেষে, সবাইকে শিশু সুরক্ষা ও যুব উন্নয়নে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

Page Width
  • Boxed
  • Full width
Sticky Header
  • Yes
  • No